নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৪( কালিহাতী) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে পাইকড়া ও সহদেবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল করা হয়। মিছিলটি গোপালদিঘি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে পৌজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিক বলেন, কালিহাতীর বাস্তবতা বুঝে যিনি দীর্ঘদিন আন্দোলন–সংগ্রামে সামনে ছিলেন, তাকেই মনোনয়ন দিতে হবে। বেনজির আহমেদ টিটোর পক্ষে আমরা কেন্দ্রের কাছে মনোনয়ন রিভিউ চাইছি।
তিনি অভিযোগ করে আরও বলেন,সম্ভাব্য তালিকায় লুৎফর রহমান মতিন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গাছ বিতরণ করেছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতা, সাধারণ সম্পাদক মো. জসিম খান,সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, কালিহাতী পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ তৌহিদ,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া,পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ,নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পাইকড়া ইউনিয়ন মহিলাদলের সভাপতি বিলকিস আক্তার, ছাত্রদলের সাবেক সভাপতি কায়সার আহম্মেদসহ স্থানীয় নেতা– কর্মীদের দাবি, তৃণমূলের মতামত উপেক্ষা করা হলে নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব পড়বে। তাই কেন্দ্রীয় নেতৃত্বকে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
উল্লেখ, গত ৬ নভেম্বর বিকালে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে টাঙ্গাইল-৪( কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
