টাঙ্গাইল তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, মালামাল ঊদ্ধার – News Tangail

টাঙ্গাইল তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, মালামাল ঊদ্ধার – News Tangail

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ২৫ জুন বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) ও ফেনীর ফুলগাছি উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)। বুধবার দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। ডাকাতদের নিকট থেকে লুণ্ঠিত অর্ধ কোটি টাকার পামওয়েল, ব্যারেল ট্রাক, র‌্যাবের পোশাক ও ওয়াকিটকি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

এসপি বলেন ২১ জুন নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলস থেকে ৭৫ ড্রাম ভর্তি পাম্প অয়েল নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাতে যমুনা সেতুর সংযোগ সড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে ডাকাত দল ট্রাকসহ প্রায় ৫৯ লাখ টাকার তেল নিয়ে চলে যায়। পরদিন এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের টিম মঙ্গলবার বিকেলে ও রাতে ডাকাত রুবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকা থেকে ও বাবুকে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts