টাঙ্গাইল জেলা সংবাদপত্র পরিষদের কমিটি গঠন সভাপতি জাকেরুল মওলা-সম্পাদক সরকার হাবিব – News Tangail

টাঙ্গাইল জেলা সংবাদপত্র পরিষদের কমিটি গঠন সভাপতি জাকেরুল মওলা-সম্পাদক সরকার হাবিব – News Tangail

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাপ্তাহিক প্রযুক্তির সম্পাদক কাজী জাকেরুল মওলাকে সভাপতি ও দৈনিক যুগধারা’র সম্পাদক মো:হাবিবুর রহমান (সরকার হাবিব) কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন দৈনিক আজকের টেলিগ্রামের সম্পাদক সাহাব উদ্দিন মানিক ও আলোকিত মধুপুরের সম্পাদক মো: আব্দুল আজিজ সহ-সভাপতি,টাঙ্গাইল সমাচারে’র সম্পাদক মো: মাসুদুল হক ও সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক মো: আতিকুর রহমান যুগ্ম সম্পাদক, টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মো: মোস্তাক হোসেন  কোষাধ্যক্ষ, সাপ্তাহিক পাপিয়ার সম্পাদক  মো: সেলিম তরফদার  সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক শোষিতের কন্ঠের সম্পাদক কাজী শায়লা ইয়াছমীন আইন বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক আমাদের টাঙ্গাইলের সম্পাদক মো: সাইদুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন, দৈনিক মজলুমের কন্ঠের সম্পাদক জাফর আহমেদ, সাপ্তাহিক গণবিপ্লবের সম্পাদক মোশাররফ হোসেন সিদ্দিকী, সাপ্তাহিক ইনতিজারের সম্পাদক এবিএম আব্দুল হাই মিয়া, সাপ্তাহিক সময় তরঙ্গের সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, সাপ্তাহিক লোকধারা’র সম্পাদক এনামুল হক দীনা,আজকের দেশবাসীর সম্পাদক অরণ্য ইমতিয়াজ, সাপ্তাহিক কালের স্বরের সম্পাদক শামছুজ্জামান, সাপ্তাহিক সমাজচিত্রের সম্পাদক মামুনুর রহমান, সাপ্তাহিক সামালের সম্পাদক মাহবুবুল আলম আব্বাসী,দৈনিক লোককথার সম্পাদক আবিদা সুলতানা, দৈনিক টাঙ্গাইল সময়ের মো: পারভেজ হাসান,সাপ্তাহিক বারবেলার সম্পাদক হোসনি জোবাইরি।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি কেন্দীয় কমিটির নির্দেশ মোতাবেক কমিটি পুন:গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দীয় কমিটির সহ-সভাপতি জাফর আহমেদ ১৫ ফেব্রুয়ারি শনিবার কমিটি ঘোষণা করেন।


“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল

Explore More Districts