টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত বই প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সুজন টাঙ্গাইলের সহসভাপতি বাদল মাহমুদ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে বাদল, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর। সার্বিক সহযোগিতায় ছিল টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভা।
বই উপহার পেয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারের প্রতিনিধিরা বিকাশ ও প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানান। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, উপহার পাওয়া বই তাঁদের পাঠাগারকে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের উদ্যোগ পাঠাগার আন্দোলনকে এগিয়ে নেবে।