টাঙ্গাইলে ১ হাজার ৫৩২টি ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল আযহার জামাত – News Tangail

টাঙ্গাইলে ১ হাজার ৫৩২টি ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল আযহার জামাত – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ১২ টি উপজেলায় ১ হাজার ৫৩২টি ঈদগাঁ মাঠে আগামীকাল শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে কালিহাতী উপজেলায় সর্বোচ্চ ৩৪২টি এবং ধনবাড়ী উপজেলায় সর্বনিম্ন ১৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ জুন) বিকালে টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে প্রকাশ, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার এক হাজার ৫৩২টি ঈদগাঁ মাঠে শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি সোলায়মান।

ধনবাড়ী উপজেলায় জেলার মধ্যে সবচেয়ে কম ১৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নবাববাড়ী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে। এতে ইমামতি করবেন আফিফ চৌধুরী। মধুপুর উপজেলায় ৭৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সকাল ৭.৪০ টায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন মো. আনোয়ার।

গোপালপুর উপজেলায় ২০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গোপালপুরের সুতীভিএম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করবেন মো. সালিম আহাম্মেদ।

দেলদুয়ার উপজেলায় ১২৮টি ঈদগাঁ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। আটিয়া শাহী ঈদগাঁ মাঠে সকাল ৭.৩০টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করবেন আ. বাছির।

সখীপুর উপজেলায় ১২৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সখীপুরের সোনারতরী দরবার শরীফ ঈদগাঁ মাঠে সকাল ৮.৩০টায় ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা সবুর হোসেন।

ঘাটাইল উপজেলায় জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঘাটাইলের শাহপুর ঈদগাঁ মাঠে সকাল ৮.৩০টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আ. রশীদ।

কালিহাতী উপজেলায় সর্বোচ্চ ৩৪২টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কালিহাতী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসেন। এছাড়া উপজেলার বল্লায় জেলার সবচেয়ে বড় আহলে হাদীসের জামাত অনুষ্ঠিত হয়। বল্লা করোনেশন হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাঁ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করবেন ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ।

মির্জাপুর উপজেলায় ১১৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাঠে সকাল ৭.১০টায় অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করবেন মাওলানা সালাহ উদ্দিন।

নাগরপুর উপজেলায় ৭৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নাগরপুর উপজেলা ঈদগাঁহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আলী।

বাসাইল উপজেলায় ১৭৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কলিয়া পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. মোস্তফা কামাল।

ভূঞাপুর উপজেলায় ১২৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ভূঞাপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল ৮টায় প্রধান জামাতে ইমামতি করবেন মাওলানা তোফাজ্জল হোসেন।

জেলার সব ঈদগাঁ মাঠ বা মসজিদ সংলগ্ন ঈদগাঁ মাঠে সকাল ৭.১০টা থেকে সকাল ৯টার মধ্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। কোনো কোনো স্থানে ভিন্ন ভিন্ন সময়ে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কোনো কোনো স্থানে মহিলাদের জন্য পবিত্র ঈদুল আযহার নামাজ জামাতে আদায় করার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।

টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জেলায় ১ হাজার ৫৩২টি পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের জানাতে জেলার জামাতের স্থান ও সময় প্রচার করা হচ্ছে। এতে মুসল্লিরা সঠিক সময়ে ঈদের জামাতে শরীক হয়ে নামাজ আদায় ও সঠিক সময়ে কোরবানি করার সুযোগ পাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts