নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও তার দুই ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ এক শিশু।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাত আলী (৫০), তার ছেলে অটল (১৪) ও আতুল (২৪)।
আহত ৩ জন টাঙ্গাইল টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)
জালাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে মাইক্রোবাসযোগে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকার পৌঁছলে দুর্ঘটনার শিকার হয়ে বাবা ও তাই দুই ছেলেসহ একই পরিবারের ৩ জন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় ৩ জন।
তিনি আরও জানান, খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহতদের মরদেহগুলোও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।