টাঙ্গাইলে মানুষিক ভারসাম্যহীন তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা – News Tangail

টাঙ্গাইলে মানুষিক ভারসাম্যহীন তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে মামুন (২৪) নামে এক যুবককে অভিযুক্ত করে বাসাইল থানায় মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত মামুন উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার শফিকের ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যায়। পরে সুযোগ পেয়ে আশিক ও মামুন নামের দুই যুবক পরিত্যক্ত স্থানে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে সন্ধ্যায় আশিককে পেয়ে স্থানীয়রা গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, যৌন নিপীড়নের অভিযোগ আশিক নামে এক যুবককে স্থানীয়রা ধরে পুলিশের সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগীর বয়ানে আশিককে ছেড়ে দেওয়া হয় এবং আশিকের সাথে থাকা মামুন যৌন নিপীড়নের চেষ্টা করে বলে জানায় সে। পরে মামুনকে অভিযুক্ত করে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করে।

তিনি আরও জানান, অভিযুক্ত মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts