টাঙ্গাইলে মাদক বিরোধী সাইকেল র‍্যালি প্রচারণা – News Tangail

টাঙ্গাইলে মাদক বিরোধী সাইকেল র‍্যালি প্রচারণা – News Tangail

  • নিজস্ব প্রতিবেদক: ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন- মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে টাঙ্গাইলে মাদকবিরোধী সাইকেল র‍্যালি প্রচারণা করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক আবুল হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts