টাঙ্গাইলে ভূঞাপুরে ওজনে কম দেওয়ায় ৪ ফিলিং স্টেশন মালিককে জরিমানা – News Tangail

টাঙ্গাইলে ভূঞাপুরে ওজনে কম দেওয়ায় ৪ ফিলিং স্টেশন মালিককে জরিমানা – News Tangail

নিজনস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ওজনে কম দেওয়ার অপরাধে ৪ টি ফিলিং স্টেশন (তেলের পাম্প) মালিককে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা পৌর শহরের বিভিন্ন তেলের পাম্পগুলো এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

অভিযানে জরিমানাপ্রাপ্ত ফিলিং স্টেশনগুলো হচ্ছে- যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা, ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার টাকা ও কাকন ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা।

অভিযান পরিচালনাকালে এসব স্টেশনগুলোতে ৩০ এমএল থেকে ১৫০ এমএল পর্যন্ত ওজন কম পায় তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার বলেন, ওজন কম দেওয়ার অপরাধে ৪ টি ফিলিং স্টেশনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts