টাঙ্গাইলে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চিকিৎসকসহ স্টাফরা পলাতক – News Tangail

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চিকিৎসকসহ স্টাফরা পলাতক – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে লাইসন্সেবিহীন আদর্শ ক্লিনিক এন্ড হাসপিটালে ভুল চিকিৎসায় আব্দুল হালিম (৭০) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা পলাতক রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নিহতের স্ত্রী ক্লিনিক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে টাঙ্গাইল পৌর শহরের আদর্শ ক্লিনিক এন্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

আব্দুল হালিল টাঙ্গাইল সদর উপজেলার দেলদুয়ার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন আব্দুল হালিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পায়ের উপরের অংশে ভেঙে যায়। পরবর্তীতে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার হাই পেশার থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন করতে পারেনি।

এরপর গত ১৬ এপ্রিল বুধবার তার স্বজনরা টাঙ্গাইল পৌর শহরের আদর্শ ক্লিনিক এন্ড হসপিটালে ভর্তি করে। ভর্তির সময় অপারেশনের জন্য স্বজনদেন কাছে প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হয়। পরে স্বজনরা ২০ হাজার টাকা দিয়ে ভর্তি করে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপারেশন করার জন্য ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্ত ২ ঘণ্টা পর ৮ টার দিকে জানানো হয় আব্দুল হালিমের মৃত্যু হয়। মৃত্যুর পর জেলা ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ দফারফা করার জন্য বসে। কিন্ত দীর্ঘ বৈঠকের পরেও কোন সমাধান হয়নি। পরে হাসপাতালে পুলিশ আসেন।

আব্দুল হালিমের নাতি সাদিয়া জানান, সুস্থ অবস্থায় আমার দাদাকে ক্লিনিকে ভর্তি করি। ভর্তির সময় অপারেশনের জন্য আমাদের কাছে প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে আমরা ২০ হাজার টাকা দিয়ে ভর্তি করি। অপারেশন থেকে প্রায় ২ ঘণ্টা পর বের করে জানানো হয় মৃত্যু হয়েছে। আমরা এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, ওটিতে নেয়া পর্যন্ত রোগীর সাথে সম্পৃক্ত সকলের সাথে কথা বলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহতের স্ত্রী সাহারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনার পর থেকে ক্লিনিক কর্র্তৃপক্ষ পলাতক। তবে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

এদিকে আদর্শ ক্লিনিক এন্ড হাসপিটালের কাউকে বক্তব্য দেয়ার মতো পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, আদর্শ ক্লিনিক এন্ড হাসপিটালের বৈধ কোন কাগজ নেই।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক জানান, ওই ক্লিনিকে রোগী মৃত্যুর অভিযোগ শুনেছি। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও জানান, এছাড়া ক্লিনিকের কোন বৈধ লাইন্সেস নেই। তারা লাইন্সেসের জন্য আবেদন করেছেন। সরেজমিন তদন্তের পর সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts