টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলি, যুবলীগ নেতাসহ আহত ৩

টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলি, যুবলীগ নেতাসহ আহত ৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৭ জনকে কে কারণ দর্শানোর নোটিশ নিয়েছেন ঢাকা-১৯ এর নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (২৪ ডিসেম্বর) ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এবিষয়ে তাদেরকে নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুর রহমানকে দেয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, গত বুধবার রাতে সাভারের থানা স্ট্যান্ড এলাকায় এনামুর রহমানের উপস্থিতিতে তার কর্মী ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের পোস্টার ছিড়ে ফেলেন। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকদের মারধর করে তাড়িয়ে দেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার একটি অনলাইন প্রত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি বিভিন্ন পত্রিকা, সংবাদ মাধ্যম ও যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এটি আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ক) ও ৭ (২) বিধির লঙ্ঘন। এবিষয়ে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে নিজে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামকে দেয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচরণায় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিন্দুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের তহবিল থেকে টাকা হস্তান্তর করেন। কোন প্রার্থী বা তার পক্ষ থেকে কোন ব্যক্তি নির্বাচনী এলাকার কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাঁদা বা অনুদান দিলে তা জাতীয় সংসদ আচরণ বিধিমালা ২০০৮ এর ৩ অনুচ্ছেদের লঙ্ঘন। অনুদান দেয়ার ছবি ও সংবাদ অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উক্ত আসনের ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এ সংক্রান্ত একটি প্রতিবেদন সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন র্নিবাচনি অনুসন্ধান কমিটি। এবিষয়ে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরি সুমিকে দেয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত বুধবার নিউজবাংলা টোয়েন্টিফোর ডট কম অনলাইন প্রত্রিকায় নৌকার প্রচারণায় অংশ নিতে গিয়ে মহিলা আওয়ামী লীগের নেত্রী নুরন্নাহার আক্তার আলোকে মারধর ও লাঞ্ছিত করেছেন ইয়াসমিন চৌধুরি সুমি এমন অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এমন ঘটনা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ ৯ক) ও ১১ (৭) বিধির লঙ্ঘন। এবিষয়ে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১২ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ দেওয়ানকে দেয়া নোটিশে বলা হয়েছে, গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্তী মুহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনী প্রচরণায় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিন্দুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের তহবিল থেকে টাকা হস্তান্তর করেছেন। কোন প্রার্থী বা তার পক্ষ থেকে কোন ব্যক্তি নির্বাচনী এলাকার কোন প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার চাঁদা বা অনুদান দিলে তা জাতীয় সংসদ আচরণ বিধিমালা ২০০৮ এর ৩ অনুচ্ছেদের লঙ্ঘন। উক্ত আসনের ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এসংক্রান্ত একটি প্রতিবেদন সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন র্নিবাচনি অনুসন্ধান কমিটি। এবিষয়ে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

টিপুর কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, টিপুসহ অন্যান্য ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদের পক্ষে নির্বাচনী প্রচারে জড়িত আবু সাইদকে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। গত সোমবার রাত ৩টায় তারা সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাগলপুর সিরামিক্স বাজারের দক্ষিণ পাশে আবু সাইদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তার স্থাপন করা অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার, টেবিলসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি করেন। ওই কার্যালয়েরর পাশে আবু সাঈদের বাড়িতে হামলা করে দেড় লাখ টাকার ক্ষতি করেন তারা। এ সংক্রান্ত একটি অভিযোগ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পেয়েছে র্নিবাচনি অনুসন্ধান কমিটি। এ ধরণের কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (গ) বিধির লঙ্ঘন।এবিষয়ে আগামী ২৬ ডিসেম্বর দুপুর সারে ১২ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রকিকে ও মো.সাইদকে দেয়া নোটিশে বলা হয়েছে, রকিসহ অন্যান্য ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং ওরফে মুরাদের পক্ষে নির্বাচনী প্রচার করা আব্দুল হালিমকে হুমকি দেন ও ভয়ভীতি দেখিয়েছেন। গত সোমবার দিবাগত রাতে রকিসহ অন্যান্যরা সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাতলাপুরের হালিম মার্কেটে আব্দুল হালিমের নিজস্ব কার্যালয়ে সাইনবোর্ড ভাঙচুর করে ১০ হাজার টাকার ক্ষতি ও ১৫ হাজার টাকা মূল্যের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যান। এছাড়া সেখানে থাকা বিশ্বজিৎ কর্মকার নামে নিরাপত্তারক্ষী হামলাকারিদের বাঁধা দিলে নিরাপত্তারক্ষীকে মারতে উদ্যত হন ও নির্বাচনী প্রচারণা না করার জন্য হুমকি দেন।এ সংক্রান্ত একটি অভিযোগ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পেয়েছে র্নিবাচনি অনুসন্ধান কমিটি। এ ধরণের কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (গ) বিধির লঙ্ঘন। এবিষয়ে আগামী ২৬ ডিসেম্বর দুপুর সারে ১২ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর সাভারের শিমুলতলায় ঢাকা আরিচা মহাসড়কে মোটর শোভাযাত্রা ও জনসমাবেশ করায় ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদকে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টার সময় নোটিশে স্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে এবিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত ৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

Explore More Districts