নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক ও টাঙ্গাইল পৌর প্রশাসক শিহাব রায়হান, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসের উদ্দিন খান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।