টাঙ্গাইলে গুলি ছুড়ে ভয় দেখিয়ে ৭৮ লাখ লাখ টাকা ছিনতাই – News Tangail

টাঙ্গাইলে গুলি ছুড়ে ভয় দেখিয়ে ৭৮ লাখ লাখ টাকা ছিনতাই – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের অস্ত্রের ভয় দেখিয়ে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ মার্চ) রাতে গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।

জানা যায়, মির্জাপুর উপজেলায় প্রতি শনিবার কাইতলা গরুর হাট বসে। এ হাটটি দেশের অন্যতম একটি বৃহত্তর হাট। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধায় প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা নয়াপাড়া এলাকায় পৌঁছলে হঠাৎ করে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ নিয়ে ওই গরু ব্যবসায়ীদের প্রাইভেটকারটি গতিরোধ করে এলোপাথারি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

এরপর ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তাদের ভয় দেখিয়ে সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়। পরে আর খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, ছিনতাইয়ের পর দিশেহারা পড়েছেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে গরু ব্যবসায়ী পিয়ারোল জনান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন- খবর পেয়ে দ্রুত পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশের একাধিক টিম জড়িতদের গ্রেফতারে কাজ করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts