টাঙ্গাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ – News Tangail

টাঙ্গাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ – News Tangail

ঘাটাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৯৬ জন সুবিধাভোগীদের মাঝে ছাগল ও তাদের সুরক্ষার জন্য টিন এবং সিমেন্টের খুঁটি বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত, ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মো. বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাইদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফ্রুল হাসান রিপন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দিগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাযহারুল ইসলাম, ট্রাইব্যুনাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মহানন্দ বর্মণ, আন্তর্জাতিক মানবাধিকারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, সহ সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য, সদস্য অমূল্য বর্মণ, আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থার উপজেলা শাখার সভাপতি পরিমল বর্মণ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts