টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী – News Tangail

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী – News Tangail

ছবি: সংগৃহীত, ইন্টারনেট।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১২ টি উপজেলায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

তারমধ্যে- এসএসসি ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য জানিয়েছেন।

জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭ টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারমধ্যে এসএসসি কেন্দ্র সংখ্যা ৪২ টি ও ভেন্যু ৩৯ টি, দাখিল কেন্দ্র সংখ্যা ১৫ টি ও ভেন্যু ৩ টি, এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র ২৫ টি ও ভেন্যু ৫ টি এবং দাখিল (ভোকেশনাল) কেন্দ্র ৩টি।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় মোট ৮৫ টি কেন্দ্রে ৪৭ টি ভেন্যুতে ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন- পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা দেখভাল করবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts