নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে আঁখি মণ্ডল নামে এক নারী একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন। তারমধ্য একজন মৃত।
গত সোমবার (৭ এপ্রিল) উপজেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন মেহেরুন নেছা মায়া এ বিষয়টি জানান।
এর আগে রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ওই চার সন্তান প্রসব করান।
আঁখি মণ্ডল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যতুকী গ্রামের রতি সরকারের স্ত্রী।
স্বজনরা জানায়, প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন আঁখি মণ্ডল। গত রবিবার সন্ধ্যায় হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মেহেরুন নেছা মায়া অস্ত্রোপচারের মাধ্যমে তার চার সন্তান প্রসব করান। এর মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে বাচ্চা ছিল। এক ছেলে বাচ্চা গর্ভে মারা যায়।
ডা. মেহেরুন নেছা মায়া জানান, আঁখি মণ্ডল নামে এক নারী প্রসব ব্যথা নিয়ে আমাদের কাছে আসলে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ৩টি জীবিত বাচ্চা ও ১টি মৃত বাচ্চা ডেলিভারি করা হয়। জীবিত নবজাতকদের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এনআইসিউতে রাখা হয়েছে। বর্তমানে মা ও তিন বাচ্চা সুস্থ আছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।