টাঙ্গাইলে আগুনে পুড়ল ২১ দোকান, ৮০ লাখ টাকার ক্ষতি – News Tangail

টাঙ্গাইলে আগুনে পুড়ল ২১ দোকান, ৮০ লাখ টাকার ক্ষতি – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খাবারের দোকান, মুদির দোকান ও কম্পিউটারের দোকানসহ কমপক্ষে ২১টি দোকান পুড়ে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার লাউহাটি বাজারে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় বেলা দুপুর ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে তেলের দোকানের একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন ৫ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন- টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার এবং মির্জাপুরের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts