নিজস্ব প্রতিবেদক: সাদপন্থীদের টাঙ্গাইলে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ‘জেলা ইজতেমা’ শেষ হয়েছে। রবিবার সকালে কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ আখেরী মোনাজাত করান।
এর আগে গত শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছিল। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়।
ইজতেমা পরিচালনা কমিটির সদস্য শামীমুল ইসলাম জানান, জেলার ১২ টি উপজেলার ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসুল্লিরা এসেছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নেয়। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসুল্লি অংশ নিলেও আখেরী মোনাজাতে প্রায় ১০ হাজার মুসুল্লি অংশ নিয়েছিল।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।