টাংগাইল পিটিআইয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত – News Tangail

টাংগাইল পিটিআইয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত – News Tangail

টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইল পিটিআই কর্তৃক জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ শে জুলাই টাঙ্গাইল পিটিআইয়ে হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে নিহত ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের সেই ভয়াল দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন। এ আন্দোলনে শিক্ষার্থী থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে বিটিপিটি শিক্ষার্থীরা বিভিন্ন গান পরিবেশন করেন এবং জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহব উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আন্দোলনের ফলেই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তাদের আত্মত্যাগ জাতি আজীবন মনে রাখবে।
অনুষ্ঠানের সভাপতি টাংগাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার বলেন, এই দেশের গনতন্ত্র, আইনের শাসন, ব্যাক্তিগত স্বাধীনতা এবং পরস্পরের মধ্যে শ্রদ্ধা ও সম্মান প্রতিষ্ঠিত হোক। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যহীন একটি দেশ আমরা দেখতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টাংগাইল পিটিআইয়ের ইন্সট্রাক্টরবৃন্দ, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিটিপিটি প্রশিক্ষনার্থীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts