টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই পরিবর্তন
মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল।
দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।
Also Read – অস্ট্রেলিয়াকে সরিয়ে র্যাঙ্কিংয়ের ‘ছয়ে’ উঠার সুযোগ বাংলাদেশের
ম্যাচটির বল বাই বল লাইভ স্কোর দেখুন এখানে
নিউজিল্যান্ডের একাদশে এসেছে দুটি পরিবর্তন। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার বেন সিয়ার্সের। একাদশে ফিরেছেন হামিশ বেনেট। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।
Unchanged 🇧🇩 opt to bat first.#BANvNZ pic.twitter.com/AgrkDb2xdN
— bdcrictime.com (@BDCricTime) September 3, 2021
গত ম্যাচ জিতে বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে। এই ম্যাচ জিতলে টাইগাররা কিউইদের বিপক্ষে ব্যবধান বাড়ানোর পাশাপাশি র্যাংকিংয়ে টেবিলে উঠে আসবে ষষ্ঠ স্থানে।
If Bangladesh win today, they will move to sixth position in the ICC T20I Rankings while Australia will drop to seventh position. #BANvNZ
— Imran Hasan (@Imranhasan02) September 3, 2021
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড : রাচিন রবীন্দ্র, টম ব্লানডেল, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ পেটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।