কানাডার সরকারি কর্মকর্তারা বলছেন, দেশের ইতিহাসে এযাবৎকালে যতগুলো বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে এটি একটি। দেশটিতে বড় ধরনের চুরির ঘটনার অন্যতম হলো ২০১১ ও ২০১২ সালে কুইবেকে এক সংরক্ষণাগার থেকে প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলার দামের ‘গ্রেট কানাডিয়ান ম্যাপল সিরাপ’ চুরি।
অন্টারিও প্রদেশের পিল অঞ্চলের পুলিশ পরিদর্শক স্টিফেন দুইভেস্তেয়েন স্বর্ণ চুরির ঘটনাকে বিরল হিসেবে বর্ণনা করে বলেছেন, সম্ভাব্য সব উপায়েই তদন্ত করা হচ্ছে।