
মাহমুদুল হাসান:
গাজীপুরের টঙ্গী মাজার গেইট এলাকা হতে ৪৮ ক্যান বিদেশী বিয়ার এবং ০১টি প্রাইভেটকারসহ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (২ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে বারোটার দিকে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হল, ঢাকা তেজগাঁও থানার শাহিনবাগ এলাকার মৃত আব্দুল মুন্নাফ মোল্লার ছেলে মানুন মোল্লা, ও ফরিদপুর জেলার ভাংগা থানার চরমুকডোবা এলাকার মৃত মমিন শেখের ছেলে হাসেম শেখ। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হতে ৪৮ ক্যান বিদেশী বিয়ার, ০১টি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কামান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, উদ্ধারকৃত ৪৮ ক্যান বিদেশী বিয়ার যার অনুমান বাজার মূল্য চব্বিশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল।
তিনি আরো জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।