টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা – Daily Gazipur Online

টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহ্বায়ক ও আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুর মহানগর ছাত্রদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটির ঘোষণা দেয়।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর আশা প্রকাশ করেন- এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতৃত্বকে বাছাই করে কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে আগামীতে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ কলেজের সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা করেন তিনি।

Print Friendly, PDF & Email

Explore More Districts