ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর শিল্প নগরী টঙ্গী ঘনবসিত এলাকা যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে গাজীপুর থেকে ঢাকার পথে নির্মিত হয়েছিল বহু প্রতীক্ষিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভার। তবে বর্তমানে সেটিই পরিণত হয়েছে ছিনতাইকারীদের অভয়ারণ্যে।
প্রতিদিনই এই পথে সাধারণ মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছেন কেউ কেউ প্রাণও হারাচ্ছেন। দিন হোক বা রাত, টঙ্গী বাজার ও বাটা গেট স্টেশন রোড চেরাগ আলী কাদেরিয়ার সামনে সফিউদ্দিন রোড গাজীপুরা পর্যন্ত পুরো ফ্লাইওভার জুড়েই রয়েছে ভয়াবহ নিরাপত্তাহীনতা।
বহু চেষ্টার পর অবশেষে আজ বৃহস্পতিবার সকালে টঙ্গী ফ্লাইওভারের উপর থেকে ছিনতাই কাজে ব্যবহত সিএনজি , সিগনাল লাইট, সুইস গিয়ার সহ ০৫(পাঁচ)জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করতে সক্ষম হয়েছে এস আই শহিদুল ইসলাম সুমন।এদের মধ্যে দুইজনের নামে উত্তরা থানা,তুরাগ থানায় যথাক্রমে ০৮ টি এবং ১২ টি মামলা রয়েছে।
