টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে স্বপদে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার যোগদান – Daily Gazipur Online

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে স্বপদে অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার যোগদান – Daily Gazipur Online

নাসির উদ্দীন বুলবুল: ষড়যন্ত্রমূলক বৈষম্য বিরোধী মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে অবশেষে গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে স্বপদে যোগদান করেছেন অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া।

পুনরায় অধ্যক্ষ হিসাবে যোগদান করায় আজ রোববার মোঃ আলাউদ্দিন মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান, টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সদস্য সচিব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ ও সহযোগী অধ্যাপক মোঃ কামরুল হাসান। ছয় মাস পর গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তার স্বপদে যোগদান করেন তিনি। এসময় অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের প্রিয় শিক্ষক আলাউদ্দিন মিয়াকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts