টঙ্গী ও গাজীপুরে পোশাক কারখানায় নিয়োগের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ – Daily Gazipur Online

টঙ্গী ও গাজীপুরে পোশাক কারখানায় নিয়োগের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ – Daily Gazipur Online

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বিসিক শিল্প এলাকা ও ভোগড়া এলাকায় কারখানায় পুরুষ শ্রমিকদের নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে লাঠিসোঁটা হাতে নিয়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বিসিক শিল্প এলাকায় বিক্ষোভ শুরু করে।
শ্রমিক ও এলাকাবাসী জানান, গাজীপুরের কিছু কিছু পোশাক কারখানায় নারী শ্রমিক ও তদবিরের মাধ্যমে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে গাজীপুর সিটি করপোরেশনের ও ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের সামনে বাদপড়া শ্রমিকরা লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ও কারখানা ভাঙচুর করে। এতে বিসিক এলাকা ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবি কারখানাগুলোতে নারী শ্রমিক বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া তদবিরের মাধ্যমে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। তদবির ছাড়া পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে না কারখানাগুলোতে। ফলে বাদপড়া ওইসব শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। অপর দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকার সুমি এ্যপারেল্স এর বাদপড়া ওইসব শ্রমিকরা বাহিরে এসে বিভিন্ন কারখানার শ্রমিকদের মাঝে গুজব ছড়িয়ে দেয় তাদের চাকরি না দিয়ে কয়েকজন শ্রমিককে আটকিয়ে এবং পিটিয়ে নির্যাতন করে। এতে কয়েকজন নিহত ও আহত হয়। ফলে উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন কারখানায় হামলা ও ভাংচুর করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুই থেকে আড়াইশো বেকার যুবক পোশাক কারখানায় চাকরির দাবিতে বিক্ষোভ করছেন। এ ঘটনায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts