ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটলে পুলিশ সকালে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে।
রাতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর ভোরে বিষপানে ওই নারী আত্মহত্যা করেন বলে জানা গেছে।
মৃত ওই গৃহবধূর নাম কেয়া (১৮)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা থানার কাকচিরা গ্রামের ইদ্রিস হাওলাদারের মেয়ে। কেয়া টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার একটি ভাড়া বাসায় স্বামী নূরুল আমিনের সঙ্গে বাস করতেন।
টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্বামী নূরুল আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয় কেয়ার। রাতে পরিবারের অন্যান্য সদস্যরা নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কেয়া বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ভোরে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
