টঙ্গীর দুর্গাপূজা মণ্ডপে তারেকের পক্ষ থেকে সুমনের উপহার – Daily Gazipur Online

টঙ্গীর দুর্গাপূজা মণ্ডপে তারেকের পক্ষ থেকে সুমনের উপহার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর পূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দেন সরকার জাবেদ আহম্মেদ সুমন।
টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানার মোট ৮ টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি এবং গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহম্মেদ সুমন।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে। ধর্মীয় সম্প্রীতির এই বাংলাদেশে আমরা বিশ্বাস করি—সব ধর্মের মানুষ মিলে মিশে একসঙ্গে উৎসব উদযাপন করবে। জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই উপহার শুধুমাত্র সামান্য শুভেচ্ছা, আমাদের লক্ষ্য ধর্মীয় সম্প্রীতির এই বন্ধনকে আরও দৃঢ় করা।”
সুমন সরকারে সফরে তার সঙ্গে ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক মোঃ আকবর হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক মোঃ বেনজির আহম্মেদ পিন্টু, নুর মোহাম্মদ ইউসুফ, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, প্রখ্যাত শ্রমিক নেতা ৪৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী কছিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, গাজীপুর মহানগর যুবদলের প্রভাবশালী সদস্য রাজিব বিন শহীদ রিগান, জাবেদ মাহমুদ, আব্দুল কুদ্দুস শীতল, মনির হোসেন, মাসুদ রানা, বিজয় সরকার, জাকারিয়া বিশার, আব্দুল কাদের মন্ডল, বিদ্যুৎ কুমার সাহা, নাসির উদ্দিন, সুশীল মন্ডল প্রমুখ।
সরকার জাবেদ আহম্মেদ সুমন পূজা মণ্ডপ পরিদর্শন কালে বলেন, “গাজীপুর-৬ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। জনগণের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকব। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ।”
এই উপলক্ষে যেসব পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য—টঙ্গী পশ্চিম থানার বাদাম শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপ, মিএ বাড়ি শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপ, স্বর্গীয় দীনশ চন্দ্র দাস মহাশয়ের নিজ বাসভবন শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপ, টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপ, টঙ্গী বাজার শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব পূজা মণ্ডপসহ মোট ৮টি পূজা মণ্ডপে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
গাজীপুর-৬ আসনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহম্মেদ সুমনের এ কর্মসূচি এলাকার সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়। নেতা কর্মীদের মতে, এই উদ্যোগ আগামী জাতীয় নির্বাচনে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts