টঙ্গীর জাভান হোটেল থেকে বিদেশি মদসহ ৭ কর্মচারী গ্রেপ্তার – Daily Gazipur Online

টঙ্গীর জাভান হোটেল থেকে বিদেশি মদসহ ৭ কর্মচারী গ্রেপ্তার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর জাভান আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ জুন) বিকেলে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় হিমারদিঘী এলাকায় অবস্থিত জাভান হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইসমাইল হোসেন (২৮), রাফি (৩২), মনির হোসেন (৩০), শহিদুল ইসলাম সবুজ (৩২), লিংকন বারৈই (২৪), মুকুল মোড়ল (৩২) ও দারুল ইসলাম (২২)। তারা সকলেই হোটেলের কর্মচারী।
মামলার এজাহার থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকার জাভান হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ। এই সময় অবৈধভাবে বিদেশি মদ মজুদ ও বিক্রয় করার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে হোটেলের বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাভান হেটেলে অবৈধ কর্মকান্ডের অভিযোগে প্রায়ই অভিযান হয়। কখনো হোটেলটি সিলগালাও হয়ে যায়।
কিন্তু কিছু দিন পর আবার চালু হয়ে যায়। চোর-পুলিশ খেলার কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। সামাজিক পরিবেশ বিনষ্ট করার অভিযোগে ও মদ-নারীর জলসা ঘর হিসেবে পরিচিক এই হোটেলটি স্থায়ীভাবে বন্ধের দাদি এলাকাবাসীর।

Print Friendly, PDF & Email

Explore More Districts