টঙ্গীতে ৫৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন – Daily Gazipur Online

টঙ্গীতে ৫৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি : গাজীপুর মহানগরের টঙ্গীতে ৫৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার বিকালে টঙ্গীর মন্ডল মার্কেট এলাকায় ৫৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন। বিএনপির কার্যালয় উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা গোলাম কুদ্দুস মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোমিনুর রহমান, ৫৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম বকুল, ছাত্রদল নেতা তারেক আল আজিজ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা বাবু, এনামুল হক পারভেজ, হৃদয় রানা, সিরাজুল ইসলাম মন্ডল, জামাল মিয়া, টঙ্গী পশ্চিম থানা মৎসজীবী দল সদস্য সচিব আব্দুল কাইয়ুম প্রমুখ।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন প্রধান অতিথির বক্তব্য বলেন আমাদের সামনে আরো ধৈর্য্য ধরতে হবে। আগামী নিবার্চনে আমাদের বিএনপির প্রার্থী জনগনের রায়ে বিজয়ী করতে হবে। এখন আমাদের সবার আস্থা অর্জন করতে হবে। পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিসদের আর মাথা তুলে দাড়াতে দেওয়া হবে না।
উদ্বোধক গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী বলেন, আমরা আশা বাদী আগামী নিবার্চনে আমাদের নেতা আলহাজ্ব সালাউদ্দিন সরকার ধানের শীষ প্রতিক নিয়ে গাজীপুর—৬ আসনে নিবার্চিত হবে। তাই এখন থেকে আমাদের নেতাকমীর্দের জনগনের কাছে যেতে হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts