টঙ্গীতে সাংবাদিক সিদ্দিকুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

টঙ্গীতে সাংবাদিক সিদ্দিকুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় চেরাগআলী মাকের্টের টোকিও টাওয়ারে টঙ্গীর প্রবীণ সাংবাদিক সিদ্দিকুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত উক্ত স্মরণ সভায় সংগঠনের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম, এস, সালাম শান্ত, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক মাহবুবুল আলম, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, মোহাম্মদ মেরাজ উদ্দিন, সাংবাদিক মহিউদ্দিন সরকার, মাহবুব চৌধুরী, পীরজাদা নোয়াব আলী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাংবাদিক মো: আফজাল, আমির আলী, জাকারিয়া চৌধুরী, রোমান শেখ, কাজী আব্দুল মান্নান, আশিকুর রহমান, সংস্কৃতিকর্মী উজ্জল লস্কর, নাহিদা ইসলাম ইয়াছমিন, তারভীর, নিশাত পলি প্রমুখ। অনুষ্ঠানে মরহুম সিদ্দিকুর রহমানের পরিবারের পক্ষে আলোচনা করেন তার ছোট ভাই টঙ্গী ওষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফ।
অতিথিরা সিদ্দিকুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, সিদ্দিকুর রহমান ছিলেন একজন সৎ সাংবাদিক । তিনি ৮০ ও ৯০ দশকে টঙ্গীর সাংবাদিকদের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি ছিলেন সদা হাসোজ্জল ও অত্যন্ত বন্ধু বৎসল। আলোচনা শেষে সাংবাদিক সিদ্দিকুর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts