টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা – Daily Gazipur Online

টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা – Daily Gazipur Online

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩-এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলায় রাসায়নিক গুদামটির মালিকানায় থাকা ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিবের (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনেকে আসামি করা হয়েছে। এর আগে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাউলাদারের (২০) মৃত্যু হয়।
পুলিশ জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাহারা মার্কেট এলাকায় রাসায়নিক গুদামে আগুন লাগে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী ও পার্শ্ববর্তী দোকানের একজন কর্মচারী অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়। ঘটনার সাতদিন পর রোববার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনার পর থেকে গুদামের মালিকানায় থাকা চার আসামি পলাতক রয়েছেন। আগুন লাগার সাতদিন পরেও ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঘটনাস্থলের একশো মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা শাহিন আলম বলেন, রোববার গুদামের চারজন মালিককে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ওহিদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts