টঙ্গীতে যুবককে কুপিয়ে জখম – Daily Gazipur Online

টঙ্গীতে যুবককে কুপিয়ে জখম – Daily Gazipur Online

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে পূর্ব সত্রুতার জের ধরে সুজন নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে টঙ্গীর বেক্সিমকো রোড এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, মারামারির খবর পেয়ে আউচ পাড়া বেক্সিমকো রোড এলাকায় গিয়ে সুজনকে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কে বা কারা কেন এই হামলা করেছে তা এখনো জানা যায়নি। তার বাম পা, মাথা ও ডান হতে গুরুতর জখম রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts