টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে কলেজছাত্র মাহফুজকে হত্যা – Daily Gazipur Online

টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে কলেজছাত্র মাহফুজকে হত্যা – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে কলেজছাত্র মাহফুজকে হত্যা করা হয়েছে। রোববার এক সাংবাদ সম্মেলনে বিষয়টি জানায় র‌্যাব-১।এ ঘটনায় র‌্যাব-১ এর সদস্যরা চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তাররা হলো- মো. রাফসান জানি রাহাত (২৮), মো. রাশেদুল ইসলাম (২০), মো. কাওছার আহম্মেদ পলাশ (২৩) ও রাকিব ইসলাম (২৬)। তাদের টঙ্গীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ ্ মিডিয়া অফিসার) সালমান নূর আলমের দেওয়া লিখিত তথ্য থেকে জানা যায়, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এ গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হাতেম আলী কলেজের ছাত্র মো. মাহফুজুর রহমান নির্মম হত্যাকান্ডের শিকার হন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার পায়ে রক্তাক্ত জখম হয় এবং তিনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরন করেন। মৃত্যুর কিছু সময় পর তার নিথর মরদেহ আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিআরটির একটি নির্মাণাধীন স্থানে পাওয়া যায়। এ ঘটনায় মামলা হলে র‌্যাবের ছায়া তদন্ত শুরু হয়।তদন্তের এক পর্যায়ে ভুক্তভোগীর এন্ড্রয়েড ফোনটি হত্যাকান্ডের প্রায় ২ ঘণ্টা পর সনাক্ত করা যায়। বর্ণিত ঘটনার সূত্র ধরে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল মোবাইলের গ্রাহককে দ্রæত সময়ে সনাক্ত করে নজরবন্দীতে আনে।
মোবাইলের গ্রাহককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভুক্তভোগীর ফোনটি টঙ্গীর মাজার বস্তির এক চোরাই মোবাইল ব্যাবসায়ীর কাছ থেকে ৩৫০০ টাকা মূল্যে ক্রয় করেছেন তিনি। অতঃপর মোবাইলের গ্রাহককে বিভিন্ন সন্দেহভাজন চোরাই মোবাইল চক্রের ছবি দেখালে তিনি মোবাইল বিক্রেতা রাকিবকে সনাক্ত করেন।পরবর্তীতে র‌্যাব তাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, মোবাইল বিক্রেতা রাকিব মাদক কারবারি। তিনি বর্তমানে ছিনতাইকারীদের ব্যবহার করে কম মূল্যে মোবাইল সংগ্রহ করেন এবং লাভজনক মূল্যে বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রয় করেন। একই সঙ্গে ছিনতাইকারীরা তার নিকট থেকে সুইচ গিয়ার এবং অন্যান্য ধারালো সরঞ্জাম সংগ্রহ করেন। চোরাই মোবাইল বিক্রেতা রাকিবের কাছে ১টি ছিনতাই চক্র সর্বমোট ৩টি মোবাইল সেট বিক্রয় করেন।
অভিযানে প্রথমে কাওছার আহম্মেদ পলাশকে গ্রেপ্তার করা হয়। পলাশের তথ্য অনুযায়ী ছুরি ব্যবহারকারী ছিনতাইকারী রাশেদকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাত্র মাহফুজকে গুরুতর জখমের জন্য একে অপরকে দোষারোপ করেন এবং তাদের সঙ্গে জড়িত অন্যান্য ছিনতাইকারীর সন্ধান দেন। একই সঙ্গে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেল চালক রাহাতের সন্ধান দেন। চালক রাহাতকেও একইদিনে গ্রেপ্তার করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts