টঙ্গীতে মহিলা পরিষদের উদ্দোগে আন্তর্জাতিক নারী দিবস পালন – Daily Gazipur Online

টঙ্গীতে মহিলা পরিষদের উদ্দোগে আন্তর্জাতিক নারী দিবস পালন – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মহিলা পরিষদে টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে ৮ মার্চ সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সভাপতি আনোয়ারা বেগম, সহ সভাপতি আকলিমা আক্তার ডলি, সাধারণ সম্পাদক রীতা ব্রহ্ম, সহ সাধারণ সম্পাদক নূরজাহান, সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেছা সিমা, শিক্ষক নিজাম উদ্দিন ও আ স ম জাকারিয়া এবং কারিতাশ প্রজেক্ট এর বারাকা ফিমেল ড্রপ ইন সেন্টার এর রত্না পেরেরা। সভায় কবিতা আবৃত্তি করেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুশবুন্নাহার। বক্তারা পরিবারে কর্মক্ষেত্রে তথা রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি জানান এবং গার্মেন্টসে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার জোরালো দাবি জানান। উক্ত সভায় মোট ৪২ জন উপস্থিত ছিল।

Print Friendly, PDF & Email

Explore More Districts