টঙ্গীতে ভুয়া ডাক্তার আটক – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার একটি চেম্বার থেকে গত সোমবার রাতে উসমান গনি (৩৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা সিভিল সার্জন। উসমান গনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাদিরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, ১২ বছর ধরে টঙ্গীর সাতাইশ এলাকায় সাতাইশ স্কুলের উত্তর পাশে সরকার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছেন উসমান গনি। গতকাল সোমবার সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার অভিযান করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উসমান গনিকে আটক করে পুলিশে দেন।
এ সময় সিভিল সার্জন জানান, কাগজপত্র বলছে, উসমান গনি ওষুধের ব্যবসা করতে পারবেন, কিন্তু তিনি ডাক্তার নন। ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখায় তাকে পুলিশে দেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts