ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর আমতলী এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে আগুন লেগে ভাংগারির দোকানসহ কয়েকটি টায়ারের দোকান পুড়ে গেছে। স্থানীয় এলাকাবাসী এবং টঙ্গী জাবান হোটেলের কর্মচারীদের সহায়তায় ফায়ার সার্ভিসের দল অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ শাহিন আলম জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, আমরা খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং ৩০-৩৫ মিনিটের মধ্যে পুরোপুরি আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়। এটি হাইওয়ে সংলগ্ন এলাকা বিড়ি-সিগারেটের আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা আছে।
দোকান মালিকগণ জানান, তাদের ২-৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তারা বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন টঙ্গী পূর্ব থানার ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা, যাদের নেতৃত্বে ছিলেন আহাদ।
The post টঙ্গীতে ভাঙ্গারী দোকানে অগ্নিকান্ড appeared first on Daily Gazipur Online.

