টঙ্গীতে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ – Daily Gazipur Online

টঙ্গীতে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর- ৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী মরহুমা সুলতানা রাজিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জোহরের নামাজের পর টঙ্গীর বড় দেওড়া এলাকায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউণ্ডেশনের গোলাম মঞ্চে এ দোয়া আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রহিম কালা, সরকার শাহনূর ইসলাম রনি, যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷ এছাড়া স্থানীয় বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সাধারণ মানুষ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মরহুমা একজন ন্যায়পরায়ণ, ধর্মভীরু ও সমাজসেবী নারী ছিলেন। জীবদ্দশায় তিনি গাজীপুরের অসহায় মানুষের কল্যাণে নীরবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, “আমার সহধর্মিণী জীবদ্দশায় ধর্মীয় অনুশাসন মেনে চলতেন এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তার জন্য দোয়া করতে আসা সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”
পরে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts