টঙ্গীতে ফেডেক্স কোরিয়ার সার্ভিসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১ – Daily Gazipur Online

টঙ্গীতে ফেডেক্স কোরিয়ার সার্ভিসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে ১৬ হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্ধারকারী দল। গতকাল সোমবার এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় রমিজ উদ্দিন (৪৩) নামে এক জনকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাঞ্চনপুর গ্রামের আউয়াল ভূঁইয়ার ছেলে। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর খাঁপাড়া রোডের জনৈক জুয়েল হোসেনের বাসার ভাড়াটিয়া রমিজ উদ্দিনকে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দলটি টঙ্গীর সুন্দর আলী রোডে অবস্থিত ফেডেক্স কোরিয়ার সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি পার্সেল থেকে এক হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করে। তবে এ সময় ইয়াবার মালিক মো. আরিফুল হাসানকে পাওয়া যায়নি। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দুইজনের নামে পৃথক দুটি মামলা দায়ের করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ আদালতে পাঠাবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts