টঙ্গীতে পোশাক শ্রমিক খুন – Daily Gazipur Online

টঙ্গীতে পোশাক শ্রমিক খুন – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে আলিমুল (২৫) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আলিমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। রোববার সন্ধ্যায় ৭টা ৫০ মিনিটে টঙ্গী বড় দেওড়া মুদাফা এলাকার উত্তরা প্রবর্তন সিটির মাঠে এই ঘটনা ঘটে।নিহতের বুকের বাম পাশে দাঁড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকার লোকজন জানায়, প্রবর্তন মাঠে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে মানুষ দৌড়ে যায়। সেখানে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।রাত ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিমুল মুদাফ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান খুনের সংবাদটি নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের কাজ চলছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts