ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসের সহায়তায় কর্মএলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা কার্যালয় আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনার মঙ্গলবার মরকুন আকাল মাহমুদ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সচেতনতামূলক সেমিনারে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নিরাপদ কর্মকর্তা মোসা: ফারজানা ইয়াসমিন সোনিয়া,জাতীয় সাংবাদিক সোইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, আকাল মাহমুদ স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাদেক মৃধা, কারিতাস উদ্যম প্রকল্পের কর্মকর্তা শফিকুল ইসলাম,নয়েল পাপ্পু দাস প্রমুখ। উক্ত সচেতনতামূলক সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ক ভিডিও প্রদশন করা এবং অংশগ্রহনকারীদের নিরাপদ খাদ্য বিষয়ক নিদেশিকা প্রদান করা হয়।
