টঙ্গীতে নিউ মন্নু ফাইন কটন মিলসের সাধারণ সভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

টঙ্গীতে নিউ মন্নু ফাইন কটন মিলসের সাধারণ সভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: টঙ্গীর ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান নিউ মন্নু ফাইন কটন মিলসের ২৩ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে মিল প্রাঙ্গনে এ সভা আয়োজন করা হয়েছে। সভায় আগামী তিন বছরের জন্য কন্ঠ ভোটের মাধ্যমে ৬ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সালাউদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস এর চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম প্রমূখ।
সভায় নির্বাচিত পরিচালকরা হলেন, আব্দুর সাত্তার চৌধুরী, গোলাম মুরশিদ, আবু সাইদ মিয়া, মোতালেব হোসেন, কাজী মিজানুর রহমান ও মো. ইব্রাহিম।
এ সময় প্রধান অতিথি সালাউদ্দিন সরকার বলেন, টঙ্গী অঞ্চলের শ্রমিকদের দ্বারা পরিচালিত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে উন্নয়নের দিক দিয়ে নিউ মন্নু ফাইন কটন মিলস্ অনেক পিছিয়ে আছে। এখন থেকে এই প্রতিষ্ঠানের প্রতিমাসের আয় ব্যয়ের হিসাব চেক করা হবে। সেই সাথে অডিটের ব্যবস্থা করা হবে। শেয়ার সদস্যগন যেন তাদের প্রাপ্য হিসাব সঠিক ভাবে পান সেটা নিশ্চিত করা হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts