নাসির উদ্দীন বুলবুল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীতে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানা মুদাফায় ৫২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে উঠান বৈঠক ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং বিকেলে ৪৭ নং ওয়ার্ডে টি এন্ড টি বাজারে গণসংযোগ করেন গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
টঙ্গীর ৫২ ও ৪৭ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই লিফলেট বিতরণে অংশ নেন।
এ সময় তারা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং বিএনপির ঘোষিত এই দফাগুলোর উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “ধানের শীষ হচ্ছে জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা হচ্ছে মুক্তির রূপরেখা।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী মহিলারা উপস্থিত ছিলেন। তারা দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।