টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ পাঁচ অপহরণকারী গ্রেফতার – Daily Gazipur Online

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ পাঁচ অপহরণকারী গ্রেফতার – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে রিক্সা চালক সুমন মিয়া অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে স্থানীয় হিমারদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, তপন মিয়া (৩২), নাদিম (২৯), রাশেদুল ইসলাম রাসেল (২২), নকিব (১৯) ও রিফাত (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে টঙ্গীর মা টাওয়ার এলাকা থেকে অটোরিকশা ভাড়ার কথা বলে কৌশলে রিকশাচালক সুমনকে অপহরণ করে গ্রেফতারকৃত আসামিরা। পরে রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রেসনে কর্মরত টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক আবু হাসেমের নেতৃত্বে হিমারদিঘি এলাকার জনৈক দিদার হোসেনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল, ১টি তলোয়ার, ১টি ষ্টিলের পাত, ১টি রামদা, ১টি ছোড়া, ১টি চাকু, ১টি রেঞ্চ, ৩টি হাতুড়ি, ২টি লোহার হুক, ১টি ক্যাচি, ১টি বাটাল, ২টি স্ক্রু ড্রাইভার ও দুইটি পেরেক তুলার যন্ত্র উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts