টঙ্গীতে তৈরী পোশাক শিল্প এলাকায় সবুজায়ন নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা – Daily Gazipur Online

টঙ্গীতে তৈরী পোশাক শিল্প এলাকায় সবুজায়ন নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি : গাজীপুরের টঙ্গীর তৈরী পোশাকশিল্প এলাকায় পরিবেশগত ও সামাজিক মানদণ্ড নিশ্চিতকরণে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ—বিলস এর উদ্যোগে এবং কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (সিএফএলআই) এর সহায়তায় যুবা ট্রেড ইউনিয়ন সংগঠক ও স্থানীয় কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক ৬ ডিসেম্বর, ২০২৫, শনিবার পৌরসভা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিলস নির্বাহী পরিষদ সদস্য পুলক রঞ্জন ধর। সূচনা ব্ক্তব্য রাখেন বিলস নির্বাহী পরিষদ সদস্য নার্গিস আক্তার। বৈঠকে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন টঙ্গী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল মোমেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় ও জাতীয় মিডিয়ার সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ, বাড়ির মালিক, পরিচ্ছন্নতাকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বিলসের উপ—পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউসুফ আল—মামুন টঙ্গীর বর্তমান জলবায়ূ ও পরিবেশগত অবস্থা তুলে ধরে এ বিষয়ে করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা জাকিয়া বেগম নীলিমা। বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন যুব ও নারী ট্রেড ইউনিয়ন সংগঠকদের মধ্যে শাহজাহান সিরাজ, সখিনা আক্তার, হাসনা আলম, লিটন সরকার, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, টঙ্গী কালচারাল সোাসাইটির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী শাহজাহান শোভন, কবি আতিক শাহরিয়ার, সাংবাদিক মির্জা নাদিম, মাওলানা শফিকুল ইসলাম, বাড়ির মালিক আক্কাস আলী, হোসনা আক্তার, শিক্ষক মোঃ জিয়াউল হক। বক্তারা তাদের সুপারিশে মালিকদের যুক্ত করে ট্রেড ইউনিয়নকে উদ্যোগ নেয়া, প্ল্যান পাশ করার সময় সবুজায়নকে গুরুত্ব দেয়া, সবুজায়ন না থাকলে অতিরিক্ত ট্যাক্স ধার্য করা, শ্রমিক—মালিক একত্রে মিলে কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি করা, পলিথিনকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় আনা, পাড়া—মহল্লায় অবস্থা বিবেচনায় বৃক্ষরোপন, সোশাল মিডিয়ায় সচেতনতা তৈরী, মাথাপিছু তিনটি বৃক্ষরোপন নিশ্চিত করা, হাইওয়েতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপন, অধিক বৃক্ষরোপনে পুরস্কার প্রবর্তন, প্রতিটি ওয়ার্ড—ইউনিয়নে সম্মিলিতভাবে কমিটি করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা, সম্পদের অপচয় রোধ সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তারা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবায়ন কমিটি গঠনের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts