নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে ডেসকো বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনায় তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১৫ ডিসেম্বর নতুন কমিটির পরিচিতি সভার মধ্য দিয়ে টঙ্গী বিসিক ডেসকো বাইতুল মামুর জামে মসজিদ সুষ্ঠু পরিচালনায় তিন বছর মেয়াদি (২০২৬-২৭-২৮) পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এসময় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নির্বাহী প্রকৌঃ শেখ তানভীর আহম্মেদ, সহ সভাপতি মোঃ কামাল হোসেন, সহ সভাপতি প্রকৌঃ মোঃ আক্তারুজ্জামান সিদ্দিকী,সহ সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক হাজী মোঃ ছমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কবির (রাসেল), সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ মোঃ হাসান পাটোয়ারী, সহ -কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ নাছির সিদ্দিকী সুমন,মোঃ জহিরুল ইসলাম ফালু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহজাহান সাজু, মোঃ শামছুল আলম স্বপন, মোঃ মাহাবুব আলম, আঃ হাকিম, মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল কুদ্দুস, প্রকৌঃ মোহাম্মদ জাহিদুল হক, হাজী মোঃ মিজানুর রহমান, হাজী মোঃ মোয়াজ্জেম হোসেন,এ্যাডভোকেট ফরহাদ হোসেন,হাজী আলমগীর হোসেন, মোঃ আমজাদ হোসেন।
মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি প্রকৌঃ শেখ তানভীর আহম্মেদ মসজিদের বকেয়া বিদ্যুত বিল পরিশোধ ও মসজিদের আয় বাড়ানো ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্বশীল হয়ে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।


