টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও ডান হাতের কবজি বিচ্ছিন্ন – Daily Gazipur Online

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও ডান হাতের কবজি বিচ্ছিন্ন – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর গাজীবাড়ী এলাকায় রেললাইন পার হতে গিয়ে একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মো. হৃদয় মিয়া (২৩) নামের এক যুবকের হাঁটুর নিচ থেকে দুই পা ও ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার টঙ্গীর স্থানীয় গাজীবাড়ী পুকুরপার রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।হৃদয় কুষ্টিয়া জেলা সদরের কান্তিনগর বোয়ালদা গ্রামের আলম মন্ডলের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে মশারি-লুঙ্গি ফেরি করে বিক্রি করতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে মশারি-লুঙ্গি ফেরি করে বিক্রির এক পর্যায়ে ওই এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন হৃদয়। এ সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার হাঁটুর নিচে দুই পা ও ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্র জানায়, ফেরিওয়ালা হৃদয় ট্রেন আসার শব্দ পেলেও দ্রুত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান।এতে তার দুই পা হাঁটুর নিচ থেকে ও ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাপসাতালে পাঠানো হয়।
টঙ্গী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তি একজন ফেরিওয়ালা। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts