টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের – Daily Gazipur Online

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ৬৫ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনার পর স্থানীয়রা টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মঙ্গলবার বিকালে ওই বৃদ্ধ টঙ্গীর বনমালা রেলগেট এলাকার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা কমলাপুরগামী জয়দেবপুর ‘কমিউটার’ ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts