টঙ্গীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু – Daily Gazipur Online

টঙ্গীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৩৯) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি নোয়াখালী জেলার সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। বুধবার সকালে থানা-পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহত ফরিদ পেশায় একজন ব্যবসায়ী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পৌঁছে বাস থেকে নামতেই কয়েক যুবক তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফরিদের বুকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন। ঘটনাটি দেখতে পেয়ে সড়কে চলাচলকারী লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, হত্যাকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির সঙ্গে জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

The post টঙ্গীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু appeared first on Daily Gazipur Online.

Explore More Districts