টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু – Daily Gazipur Online

টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলার টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদ্যুৎ কর্মকর্তা মারা গেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে।
সিদ্দিক টঙ্গীর মধুমিতা এলাকার আপন নীড় নামক একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
‎থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
‎স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। শনিবার সকালে কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে সকাল সাড়ে ছয়টায় তিনি বাসা থেকে বের হন। পরে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের উপর গাড়ির জন্য অপেক্ষা করার সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে তারা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো.আতিকুর রহমান বলেন, সিদ্দিকের লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts